২১ অক্টোবর, ২০২০ ১৭:৩৫

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রাইমারির ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুজিব বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তর্ভুক্ত করতে হবে। 

প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, আসবাবপত্রসহ ভবন নির্মাণ, স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ১৫ নভেম্বর হতে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের সকল শিক্ষকদের নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মাহতাব উদ্দীন। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর