২২ অক্টোবর, ২০২০ ১২:০৩

খুলনায় টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

বঙ্গোসাগরে লঘুচাপের প্রভাবে খুলনায় দিনভর ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিতে প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। অনেকটা গ্রামীণ জীবনের পরিবেশ বিরাজ করছে শহর জুড়ে। সপ্তাহের শেষ কর্মদিবস ও করোনার কারণে স্কুল বন্ধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে অলস সময় পার করছেন। তবে শহরের বস্তি এলাকাগুলোতে কাদাপানিতে ভোগান্তি বেড়েছে। নিম্ন আয়ের কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে না পেরে বিপাকে পড়েছেন। ভাসমান মানুষের কষ্টের সীমা নেই।

খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে মহানগরীর শান্তিধাম মোড়, শামসুর রহমান রোড, রয়েলের মোড়, পিটিআই, নিরালা, বাগমারা, মিস্ত্রিপাড়া, শিববাড়ী, কেডিএ এভিনিউ, খানজাহান আলী রোড, খালিশপুর, দৌলতপুর, রূপসা স্ট্যান্ড রোডসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। 

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সারাদিন এই অবস্থা থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর