২২ অক্টোবর, ২০২০ ১২:২০

কিশোরগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভাসমান বেডে কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি গবেষণা উপকেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগ মিলনায়তনে আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ প্রকল্প পরিচালক ড. মো. আলিমুর রহমান, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো. মতিউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। জেলার বিভিন্ন উপজেলার ৬০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এছাড়া মাঠ দিবসে ৮০ জন কৃষক অংশ গ্রহণ করেন।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর