২২ অক্টোবর, ২০২০ ১৪:১৫

ভোলায় তোফায়েল আহমেদের ৭৮তম জন্ম দিন পালন

ভোলা প্রতিনিধি

ভোলায় তোফায়েল আহমেদের ৭৮তম জন্ম দিন পালন

ভোলায় আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা হল রুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ভোলার একটি অখ্যাত অজপাড়া গাঁয়ে আমার জন্ম। খুব কষ্ট করে লেখাপড়া করেছি, বড় হয়েছি।

তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। কারণ সেদিন শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে ১০ লাখ মানুষের সমাবেশে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভুষিত করেছি। 

তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবন ধন্য, আমি বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার স্নেহ, আদর ও ভালবাসা পেয়েছি। আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। বাকী জীবনটা বাংলাদেশের মানুষের সেবায় উৎসর্গ করলাম। আমার সকল প্রাপ্তি বঙ্গবন্ধুকে নিয়ে।

এ সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তার জীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছসহ শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে নেতাকর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর