২৩ অক্টোবর, ২০২০ ১৫:৩৯

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের প্রতিবাদ

শুক্রবার সকালে জমিদারহাট উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন হয়

নোয়াখালীর জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবদুস সালাম রাব্বিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ শুক্রবার সকালে জমিদারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

২০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় সুধারাম থানার মনপুর গ্রামের জমিদার হাট ব্রিজের পশ্চিম পাশে চৌরাস্তার মোড়ে ওই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় ওই স্কুল ছাত্রের মা ছালেহা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে মামলা করেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও মামলার তদন্ত অফিসার এসআই মো. নুরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার এজাহারভুক্ত দুই নং আসামি জহিরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর