চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ‘বায়তুল হামদ জামে মসজিদ’ নামে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামের মাঠপাড়ায় কোনো মসজিদ না থাকায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাজারপাড়ার বাসিন্দা মো. হাসান শাহনেওয়াজ, মো. হাসান শাহরিয়ার ও মো. মাহবুব হাসান চাঁনের পরিবারের উদ্যোগে এ মসজিদ নির্মাণ করা হচ্ছে।
রবিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদ নির্মাণের উদ্বোধন হয়।
আয়োজকরা জানান, গাড়াবাড়িয়ার বহিরগাছি মাঠপাড়ায় দীর্ঘদিন ধরে ৭০-৮০টি পরিবার বসবাস করলেও এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো মসজিদ নেই। আয়োজকদের পূর্বপুরুষদের এলাকা হওয়ায় তাঁরা এ অঞ্চলে একটি মসজিদ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সে লক্ষ্যে চলতি বছরের জানুয়ারিতে মাঠপাড়ায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন।
তাঁরা আরও জানান, চারতলা বিশিষ্ট এ মসজিদ কমপ্লেক্সে পুরুষ ও নারীদের জন্য পৃথক নামাজের স্থান, তালিমের ব্যবস্থা, কোরআন-হাদিসের গবেষণার জন্য একটি লাইব্রেরি এবং দিনের দাওয়াতি কাজে নিয়োজিতদের জন্য আবাসনের ব্যবস্থা রাখা হবে।
মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. রুহুল আমিন, দারুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মো. নাজমুল হক, নির্মাণ উপ-কমিটির সভাপতি মো. হাসান শাহনেওয়াজ, সম্পাদক মো. হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মো. মাহবুব হাসান চাঁনসহ স্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/জামশেদ