২৩ অক্টোবর, ২০২০ ১৬:৫৬

কুড়িগ্রামে দুর্গা পূজার খরচ কমিয়ে শতাধিক হতদরিদ্রকে বস্ত্র প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে দুর্গা পূজার খরচ কমিয়ে 
শতাধিক হতদরিদ্রকে বস্ত্র প্রদান

কুড়িগ্রামে করোনাকালে শারদীয় দুর্গা পূজায় আলোকসজ্জাসহ অন্যান্য সাজসজ্জা কমিয়ে সেই অর্থ দিয়ে হত দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী দক্ষিণপাড়া মন্দিরে শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস, সহসভাপতি দুলাল চন্দ্র রায়, সাবেক উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, দক্ষিণপাড়া পূজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা পিন্টুসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। 

উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোকসজ্জাসহ মন্দির সজ্জার খরচ কমিয়ে দরিদ্রদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে।
  
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর