নারায়ণগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা, পুষ্প অর্পণ, বেলুন উড়ানের মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়। পরে এ দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সেমিনার, পুরস্কার বিতরণ, ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বাংলাদেশের কোনো শিশু যেন শেখ রাসেলের মতো অকালে ঘাতকদের বুলেটের আঘাতে প্রাণ না হারায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা