ক্ষতিগ্রস্তকৃষকদের ক্ষতিপূরণ না দিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ইটভাটা চালুর অভিযোগ এনে মানববন্ধন করেছে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ১১টায় ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের ব্যানারে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে ধুলা উদাল মাদ্রাসা মোড়ে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান।
ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীন, জেলা সাংগঠনিক সম্পাদক ও ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার হোসেন, মিনহাজুল ইসলাম বুলবুল, জাসদ পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক মুসলিম, ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ রানা, কৃষিবিদ মোঃ জয়নাল আবিদীন জয় প্রমুখ।
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে গত ১৩ ও ১৫ মে হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ও বাঁশপুকুর মৌজার ৩০০ একর জমির ২ কোটি টাকা মূল্যের আম ও ধানসহ ৩০ প্রকার ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে ৩ শতাধিক কৃষকের স্বাক্ষরিত স্মারকলিপি গত ২৩ মে ইউএনও বরাবরে দেয়া হয় এবং দেয়া হয় ২৩৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা। এরপর বিভাগীয় পরিবেশ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারকেও স্মারকলিপি দেয়া হয়েছে। এতকিছুর পরেও প্রশাসন কেবল ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বসে ছিল। কোন কার্যকর উদ্যোগ দেখতে না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে হাইকোর্ট এ মামলা দায়ের করা হয়। হামিদপুর ইউনিয়নের ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য গত ২০ সেপ্টেম্বর ২০২১ হাইকোর্ট রুল জারি করেছেন। হাইকোর্ট ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে আদালতকে জানাতে জেলা প্রশাসককে নির্দেশনা জারি করেন। কিন্তু রুল জারির পরে সপ্তাহ খানেক ইটভাটা বন্ধ রেখে পুনরায় প্রায় সব ইটভাটা চালু হয়েছে।
বিডি প্রতিদিন/এএ