নোয়াখালী সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ২ জন প্রতারককে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে একাধিক লিখিত স্ট্যাম্প, ৭টি চেক ও ২৪টি মোবাইল সেটসহ জিনিসপত্র উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত প্রতারক টিপু সুলতান চৌধুরী (৪৪) চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউনুছ পাটেয়ারি বাড়ির মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে। সে নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। প্রতারক চক্রের আরেক সদস্য তাজ নাহার আক্তার রত্না (৩৪) সদর উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামের সেলিমের বাড়ির সোহেল রানার স্ত্রী ও অস্ত্রধারী মো. সুমন ওরপে যম সুমন (৩৬) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আলী আজ্জম এর ছেলে।
শনিবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি জানান, শনিবার গভীর রাতে সন্ত্রাসী সুমনকে জেলা শহর মাইজদী সার্কিট হাউজ মোড় থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় এবং রাতে জেলা শহর মাইজদী বাজারের আমানিয়া হোটেল থেকে প্রতারক টিপু সুলতান চৌধুরী ও রত্নাকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল