বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মিরাজুল ইসলাম হাওলাদারের (২৩) মরদেহ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন ফুসফুসের চর এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ খুঁজে পায় তার বড় ভাই পলাশ হাওলাদার। রাত ৮টার দিকে তার লাশ বাড়িতে পৌঁছায়।
মিরাজুল উত্তর বারইখালী গ্রামের মো. নাসিরুল হাওলাদারের ছেলে। গত বৃহস্পতিবার বেলা ৯টার দিকে সমুদ্রে মাছ ধরার সময় সে ট্রলার থেকে পড়ে স্রোতে ডুবে যায়। ওইদিন থেকে ট্রলারে থাকা তার আপন বড় ভাই পলাশ সমুদ্রে ছোট ভাইয়ের লাশ খুঁজতে থাকেন।
মৃত জেলে মিরাজুলের বাবা বলেন, মিরাজুল ও তার ভাই গত ৩ মে আরও চারজন কর্মচারী নিয়ে তাদের নিজেদের নৌকা ট্রলারে সমুদ্রে যায়। ৫ মাস আগে মিরাজুল বিয়ে করেছিল।
বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মৃতের পরিবারের সাথে দেখা করে তাদের নগদ ২০ হাজার টাকা ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই