ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে লাভলু শেখ (৩৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের বাড়ি চর হরিরামপুর ইউনিয়নের ছমির বেপারীরডাঙ্গী গ্রামে।
রবিবার (১৮ জুন) রাত দশটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত লাভলুর বড় ভাই বাবলু শেখ (৪২) জানান, বাড়ির পার্শ্ববর্তী এক কোনায় বর্ষার জোয়ারের নতুন পানি প্রবেশ করায় তার ছোট ভাইয়ের নৌকা ডুবে যায়। সেই নৌকা পাড়ে তুলতে যায় লাভলু। সে সময় তার বা পায়ের হাটুতে সাপে কামড় দেয়। রাত আটটার দিকে তার চোখে ঘুমের জড়তা, মাথা ঘোরাসহ বমি হয়। তখন তারা লাভলুকে দ্রুত ফরিদপুরের উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ