একটু স্বচ্ছলতা আর ভাল থাকার আশায় বিদেশ গিয়ে চরম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসেন অনেক নারী শ্রমিক। এদের বেশিরভাগ নারী দেশে এসে আরও অস্বচ্ছল হয়ে পড়ছেন। অনেকে আবার সংসার হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। এমনই তথ্য উঠে এসেছে বিদেশ থেকে ফিরে আসা নারী শ্রমিকদের পুনর্বাসনে কর্ম পরিকল্পনা নির্ধারণ এবং অবহিতকরণ সভায়।
আজ সোমবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলা পরিষদের হলরুমে উন্নয়ন সংস্থা আভাস এই অবহিতকরণ সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। আভাস এর ওয়ার্কিং গ্রুপ সভাপতি ও জেলা রেডক্রিসেন্ট এর সম্পাদক আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা এসিল্যান্ড মোঃ আলী সুজা, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা জনশক্তি কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং সমাজ উন্নয়ন কর্মীবৃন্দ।
আভাস এর ভোলা জেলা কর্মকর্তা রাম প্রসাদ এর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলা জনশক্তি দপ্তরের কর্মকর্তা মো: সামসুল ইসলাম জানান, কর্ম সংস্থানের উদ্দেশ্যে যারা বিদেশ গিয়েছেন তাদের তালিকা রয়েছে। কিন্তু বিদেশ থেকে ফেরৎ আসা প্রবাসীদের কোন তথ্য তাদের কাছে নেই। তিনি আরও জানান, বিদেশ গিয়ে প্রতারিত, নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসা প্রবাসীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের কাছে না এলে তারা কোন সহায়তা দিতে পারেন না। এ ধরনের প্রবাসীদের সহায়তা করারা জন্য সরকার বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ