‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সাংবাদিকদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শফি আফজালুল আলম, মেডিকেল অফিসার ডা: এ বি এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন এবং খাদ্য গ্রহণে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য নিশ্চিত এর কোন বিকল্প নেই। আলোচনা সভায় জামালপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ