স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ গোপালগঞ্জের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ। সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতিকুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মো. খালিদ হোসেন সরদার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম