হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, মহাসড়কে পশুবাহী বা অন্যকোনো যানবাহনে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কোনো সংগঠনের নামে বা হাইওয়ে পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজি কিংবা অনিয়মের সাথে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোতে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাইওয়ে পুলিশ সুপার বলেন, মহাসড়কের পাশে খাবার হোটেল ও হাট-বাজারের কারণে ঈদ যাত্রায় কোনো যানজট সৃষ্টি না হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য হাট ও হোটেল মালিকদের সাথে সমন্বয় সভা করা হয়েছে। মহাসড়কে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে তারা সার্বক্ষণিক লক্ষ রাখবেন।
তিনি বলেন, বগুড়া-ঢাকা, হাটিকুমরুল-বনপাড়া, বগুড়া-পাবনা মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাইওয়ে পুলিশ।
সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির, টিআই মনিরুল ইসলাম। সভায় পুলিশ সদস্যসহ ছাড়াও হোটেল মালিকরা, হাট ইজারাদারাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই