গাজীপুরের জয়দেবপুর কমিউনিটি পুলিশিং ফোরাম ও জয়দেবপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এবং ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিরাজুল ইসলাম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার প্রমুখ।
এ সময় গাজীপুর ও শ্রীপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়নের চেয়ারম্যান, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম