শেরপুরের সীমান্ত এলাকা শ্রীবরর্দীর বালিজুরীতে আমদানি নিষিদ্ধ ১২৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ জুন) রাতে র্যাব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
ওই দুজনের নাম সাইদুল ইসলাম ও কাশেম মিয়া। সাইদুল (২৫) শ্রীবরদীর পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতীর বড় রাংটিয়ার মো. জালাল উদ্দিনের ছেলে ও কাশেম একই এলাকার মো. লাল মিয়ার ছেলে (২৪)।
আজ সোমবার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। তিনি জানান, ওই দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল