তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে নাটোরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মল্লিকবাড়ি জাতীয় মহিলা সংস্থার অডিটরিয়ামে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা নাটোর জেলা শাখার চেয়ারম্যান নসিমা বানু লেখার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভিন, জাতীয় মহিলা সংস্থা নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মো. বাবুল আক্তার, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জনি চন্দ্র দাস, শিশু একাডেমীর প্রতিনিধি মো. মনিরুল ইসলামসহ প্রশিক্ষণার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই