২৭ মে, ২০২৪ ০৬:৫৫

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ মোরেলগঞ্জ

মোরেলগঞ্জ প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ মোরেলগঞ্জ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। রবিবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কয়েক হাজার লোক সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। মধ্যরাতের জলোচ্ছ্বাসে ডুবেছে গোটা উপজেলা। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ সম্পর্কে সোমবার সকালে কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঝড় এখনো চলছে। রাস্তাঘাট সবকিছু ২-৩ ফুট পানির নীচে রয়েছে। কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না। 

তাই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। তবে, মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগখাতে সর্বোচ্চ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর