রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খাঁন।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিস সুলতানা, সিনিয়র সহকারি কমিশনার কাজী আতিকুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, সহকারী কমিশনার মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খাঁন বলেন, পার্বত্যাঞ্চলের সাধারণ জনহণের ভোক্তা অধিকার নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। পাহাড়ি অঞ্চলের মানুষরা যাতে প্রতারিত না হয় সে বিষয়ে জনসচেতনার বৃদ্ধি ও সঠিক সময় বাজার পরিদর্শন করছে প্রশাসনের বিশেষ দল। কোন ভোক্তা কোথাও তাদের ভোক্তা অধিকার থেকে বঞ্চিত হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম