সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি রবিন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টায় র্যাব-১২ সদস্যরা উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রবিন হোসেন (২০) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।
র্যাব-১২’র স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২০মে সন্ধ্যায় বাক প্রতিবন্ধীর মা মেয়েটিকে তার ভাশুর মানিক কর্মকারের কাছে রেখে এক আত্মীয়ের দাফনে যান। দাফন শেষে রাত একটার দিকে বাড়িতে এসে দেখেন তার ভাশুর ও শাশুড়ি মেয়েটিকে নিয়ে ঘরে বসে আছেন। এ সময় তিনি শ্বাশুড়ীকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন শাশুড়ি বলেন, মানিকের ছেলে রবিন তার মেয়েকে ধর্ষণ করে পালিয়েছে।
এ ঘটনায় প্রতিবন্ধীর মা বাদী হয়ে তাড়াশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব-১২ এর সদস্যরা ঘটনাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামি মো. রবিন (২০)-কে রাতে গ্রেফতার করে। তিনি আরও জানান, আটক রবিন হোসেনকে তাড়াশ থানায় সোপর্দ করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল