গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের দুই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই বাজারের বিপ্লব বেকারির মালিক তরিকুল ইসলামকে ১৫ হাজার ও ভাই ভাই বেকারির মালিক নাসির শরীফকে ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, দুইটি বেকারিতে তৈরি করা খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসময় উভয়পক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপন্য উৎপাদনের দিকনির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম