মৌলভীবাজারে শ্রীমঙ্গলে “দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার শহরের মহসিন অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা হবিগঞ্জ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সহ-সভাপতি এ, এন, এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা ও দুপ্রক সদস্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন দুপ্রক শ্রীমঙ্গলের সদস্য সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অংশ নেয়। চুড়ান্ত পর্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বচিত হন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাজমীন আক্তার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম ও দুপ্রক সদস্য ও পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ। মডারেটরের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিয়জীদের হাতে পুরস্কার ও প্রসংশা পত্র তুলেন দেন।
বিডি প্রতিদিন/এএ