গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উপজেলার ডুমরিয়া ইউনিয়নের ডুমরিয়া-সড়াবাড়ি সড়কের চিতলিয়া নামক স্থানে শৈলদহ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ বিষয়ে গতকাল শুক্রবার (২ মে) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনে ও আজ শনিবার (৩ মে) প্রিন্ট ভার্সনে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হককে সাথে নিয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে গ্রামবাসীদের দুর্ভোগ লাঘব করার ব্যাপারে তাদেরকে আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিভাগকে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রামীণ এই সড়কটি ভেঙে যায়। তারপর থেকে ১০ গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। এতে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে তাদের চলাচল করতে হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ