মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে বারবার আদালতে অনুপস্থিত থাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) মামলার সাক্ষ্য দানের সপ্তম দিনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ফরেনসিক বিভাগের ওই দুই চিকিৎসক উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়।
এর আগেও একাধিকবার সমন ও ওয়ারেন্ট পাঠানো হলেও তারা আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসককে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল বুধবার আবারও দিন ধার্য করেছে আদালত। এর আগে একবার সমন ও একবার ওয়ারেন্ট প্রসেস দেয়া হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে।
তারা আদালতে হাজির না হওয়ায় আদালত এবার কড়া পদক্ষেপ হিসেবে ঢাকা মেডিকেলের ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে আজ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং আগামীকাল বুধবার (৭ মে) নতুন করে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন বিচারক এম জাহিদ হাসান। এ দিনও আদালতে হাজির করা হয় মামলার মূল অভিযুক্ত হিটু শেখসহ অন্যান্য আসামিদের।
বিডি প্রতিদিন/নাজিম