বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রেহানউদ্দিন স্বাক্ষরিত এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কমিটি বাতিল করে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রশাসক নিযুক্ত করেছে। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। পরে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন।
আরও উল্লেখ করেছে, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি লাইসেন্স প্রাপ্ত নিবন্ধিত সংগঠন। সাধারণ সদস্যদের অভিযোগের ভিত্তিতে কার্যনিবাহী কমিটির সভাপতি বিএনপি নেতা এবায়দুল হক চাঁনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। চলমান অস্থিরতা, অসন্তোষ ও সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজিম