ফেনীতে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনীতে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্টের কার্যালয়ে সনদ বিতরণ করেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
জেলা আনসার কমান্ডেন্ট সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মোট ২৮ দিনের ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণের ১ম ধাপ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফেনীর প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার।
ফেনী এবং প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অনুযায়ী কাজ করার জন্য অনুপ্রাণিত করেন। ফেনী জেলার ছয়টি উপজেলা থেকে ৬৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিলেও ৫০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন। উক্ত কোর্সটি ফেনীর জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এবং ফুলগাজী ও দাগনভূঞা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন ও নাসিম হোসেন, সার্কেল এডজুটেন্ট বিবি কুলসুম, উপজেলা প্রশিক্ষক ভিক্টর বসাক ও সুবেদার আলী আশরাফ পরিচালনা করা হয়।
জানা যায়, প্রশিক্ষণার্থীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ