২৬ আগস্ট, ২০১৯ ১৩:৫৮

পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ৪৯ জন ডেঙ্গু রোগী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ৪৯ জন ডেঙ্গু রোগী

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৯ জন রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন। এছাড়াও উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন রোগী। 

সর্বশেষ গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু। নতুন আক্রান্ত রোগীর মধ্যে ৫ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৬ জন রোগী উপজেলায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, দুমকি ১ জন ও বাউফল ১ জন রোগী ভর্তি হয়েছেন। 

গত ১৬ জুলাই থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসকরা ২৪ জন রোগীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আর অপর একজনকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছেন স্বজনরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ জেলায় অল্প সংখ্যক রোগী বাড়লেও হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩২৭ জন।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে উপজেলায় ৬ জন এবং জেনারেল হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর