নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারও উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠেয় শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান। ‘শান্তির পথে আমরা বাংলাদেশি’ নামক সংগঠনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর তত্ত্বাবধানে এ শান্তি সমাবেশ হয়। মান্না বলেন, ‘আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে, জমি দখল করেছে। তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি।’ হিন্দুদের ভয়ের কোনো
কারণ নেই জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল। এক দিনে লাখ হিন্দুর সমাবেশ দেখেই বোঝা যায় কারা তাদের উসকানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে।’
এত বড় আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্রের অধিকারের জন্য হয়েছিল বলে দাবি করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলন দমনের জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যা সারা পৃথিবী দেখেছে। এ আন্দোলনে ৫০০ মানুষ নিহত হয়েছে। আমরা প্রতিটি গুলির হিসাব চাই।’ ভারত শেখ হাসিনাকে এখনো আশ্রয় দেয়নি উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘তাকে নিয়ে ভারত কী করছে তা আমরা জানি না।’
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, ‘যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। যারা এদিক সেদিক করছেন তাদের মুখোশের আড়ালে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে।’ হিন্দু সম্প্রদায়, বিএনপি, জামায়াত-শিবিরসহ সবাই একত্রে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন নিপুণ রায়।