সাইক জেনারেল হসপিটাল লিমিটেড ও বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে বিপিসি সদস্য ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধা নিশ্চিত করা হয়েছে।
যেখানে প্যাথলজি টেস্টে ২৫%-৩০% ছাড়, এক্স-রে ও অন্যান্য ইমেজিং সেবায় ২০% ছাড় এবং এমআরআই/সিটি স্ক্যানে ২০% ছাড় পাওয়া যাবে।
উভয় প্রতিষ্ঠানই জানিয়েছেন, অংশীদারিত্ব স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি পেশাজীবীদের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিপিসি থেকে উপস্থিত ছিলেন ক্লাবের কো-ফাউন্ডার ও সেক্রেটারি মুহাম্মাদ মাছুদুর রহমান (মবিন মাছুদ), প্রভাষক মো: আবুল কালাম আজাদ, এবং মুহাম্মদ মাহমুদুর রহমান। সাইক হাসপাতাল পক্ষে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশিদ রাসেল (হেড অফ অপারেশন), সুব্রত কুমার ঘোষ (মার্কেটিং ম্যানেজার) এবং মো: সিহাব উদ্দিন (মার্কেটিং অফিসার)।
বিডি প্রতিদিন/আশিক