সাইক জেনারেল হসপিটাল লিমিটেড ও বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা ও কমিউনিটি সার্ভিস জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রবিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিপিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও ক্লাব সেক্রেটারি মাসুদ মবিন, প্রভাষক মো. আবুল কালাম আজাদ, নেকটারের সাবেক পরিচালক ও মুহাম্মদ মাহমুদুর রহমানসহ অন্যান্য সদস্যরা। সাইক জেনারেল হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন মো. মামুনুর রশিদ রাসেল, মার্কেটিং ম্যানেজার সুব্রত কুমার ঘোষ ও মার্কেটিং অফিসার মো. সিহাব উদ্দিন।
ঠনঠনিয়া ভাই পাগলা মাজারের পাশে অবস্থিত অনুমোদিত সাইক জেনারেল হসপিটাল আধুনিক ল্যাব, দক্ষ টেকনোলজিস্ট ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। বিপিসির সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি, যারা পেশাগত উন্নয়ন ও সমাজসেবায় কাজ করে যাচ্ছে।
চুক্তির আওতায় বিপিসি সদস্য ও তাদের পরিবার প্যাথলজি টেস্টে ২৫-৩০% ছাড়, এক্স-রে ও অন্যান্য ইমেজিংয়ে ২০% ছাড় এবং এমআরআই/সিটি স্ক্যানে ২০% ছাড় পাবেন। উভয় প্রতিষ্ঠান সমাজের কল্যাণে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ