২০ মে, ২০২২ ০০:০৫

প্রথমবারের মতো রুশ-মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ পর্যায়ে টেলিফোন আলাপ

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো রুশ-মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ পর্যায়ে টেলিফোন আলাপ

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি রাশিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের ভেলারি জেরাসিমভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর মর্কিন-রুশ শীর্ষ সেনা  কর্মকর্তারা এই প্রথমবারের মতো কথা বললেন।

মার্কিন জয়েন্ট অব স্টাফের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, দুই দেশের সেনা কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও সম্মত হন।

এর আগে গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এই কর্মকর্তাদের মধ্যে সংলাপ প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। রুশ প্রতিরক্ষামন্ত্রীর প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর