শিরোনাম
২১ মে, ২০২২ ১০:৫৪

মারিউপোলে রাশিয়ার বিজয় ঘোষণা

অনলাইন ডেস্ক

মারিউপোলে রাশিয়ার বিজয় ঘোষণা

এবার ইউক্রেনের মারিউপোলে বিজয় ঘোষণা করল রাশিয়া। কয়েক মাসের লড়াইয়ের পর বন্দর নগরীটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বিজয় ঘোষণা করল রুশ কর্তৃপক্ষ। 

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় গত এক মাস ধরে ইউক্রেনের যেসব যোদ্ধা প্রতিরোধ করে যাচ্ছিলেন, তারা আত্মসমর্পণ করেছেন। ফলে বন্দর নগরিটি এখন পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।

শুক্রবার কারখানা থেকে ইউক্রেনের যোদ্ধারা চলে যাওয়ায় এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবরোধের সমাপ্তি ঘটল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩১ জন ইউক্রেনীয় যোদ্ধা চলে যাওয়ার পর ওই শহর এবং ইস্পাত কারখানাকে ‘পুরোপুরি মুক্ত’ করা হয়েছে।

“সেখানকার যেসব ভূগর্ভস্থ এলাকায় তারা লুকিয়ে ছিল, তা রাশিয়ার সৈন্যদের পুরো নিয়ন্ত্রণে এসেছে,” ওই বিবৃতিতে দাবি করা হয়। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর