জাপোরিজ্জিয়াতে রুশ সেনার কাছ থেকে রোবোটাইন দখল করে নিয়েছে এবং আরো এগিয়েছে যাওয়ার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ জাপোরিজ্জিয়াতে তারা রাশিয়ার প্রতিরোধ ভেঙে এগোতে সক্ষম হয়েছেন। তারা এবার মোভোপ্রোকোপিভকা দখল করতে চাইছে।
ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। তবে সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউক্রেন আবার রোবোটাইন দখল করতে পেরেছে।
এর আগে ইউক্রেনের সেনা টোকমাক শহর দখল করে আরো এগিয়ে মেলিটিপোলও দখল করেছিল। ইউক্রেন চাইছে, ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ ছিন্ন করে দিতে।
এদিকে রাশিয়া জানিয়েছে, শনিবার রাতে মস্কো ও অন্যান্য জায়গায় ড্রোন হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই সব ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে।
সংবাদসংস্থা তাস জানিয়েছে, মস্কোর বিমানবন্দরগুলি কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। ইউক্রেন সীমান্তেও বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।
মস্কোর মেয়র জানিয়েছেন, ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার দূরে ড্রোনগুলি ছিল। সেগুলিকে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের সীমান্তের গ্রাম কুপিনোতেও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
সূত্র : ডয়চে ভেলে ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত