ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর ত্রিপলিতে বিক্ষোভ শুরু হয়েছে।
ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ ইতালির রোমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে মিলিত হন।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের খবর প্রকাশ্যে পর রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে এবং বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নেড়েছেন। যদিও বিক্ষোভ তুলনামূলকভাবে ছোট ছিল বলে মনে হয়।
লিবিয়ার তিনটি প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট কাউন্সিল বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বেআইনি।
পার্লামেন্টে স্পিকারের কার্যালয় মিসেস মাঙ্গোশকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেছে এবং সোমবার জরুরি অধিবেশন আহ্বান করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল