মস্কো শহরের দিকে উড়ন্ত ড্রোনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এরপর সোমবার মস্কোর বিমানবন্দরে ফ্লাইট স্বাভাবিক হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
এর আগে রাজধানীর মেয়র বলেছিলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত লিউবার্টসির কাছে ড্রোনটি ধ্বংস করেছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বিমান চলাচলের বরাত দিয়ে তাস জানায়, দোমোদেদোভো ও ভানুকোভো বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাশিয়ার ফেডারেল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে তাস জানিয়েছে, রাতভর নিষেধাজ্ঞায় ১০টি ফ্লাইট বিকল্প বিমানঘাঁটিতে অবতরণ করেছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল