বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

যৌন হয়রানির অভিযোগ করায় কলেজছাত্রীর বাবাকে মারপিট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানোর কারণে তার বাবাকে মারপিট করা হয়েছে। গতকাল দুপুরের এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে বিকালে তিন বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী সিরাজগঞ্জ রাশিজ্জোহা সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, সদর থানার গয়লা গ্রামের বাবু ড্রাইভারের ছেলে বখাটে শিপন সেখ (২৪), কালাম সেখের ছেলে সাহেদ (২৭) ও উজ্জ্বলের ছেলে আবদুল্লাহ (২৩) প্রায়ই কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। বিষয়টি কয়েকবার তাদের অভিভাবকদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় গতকাল সকালে গয়লা গ্রামের গাবতলায় শিশুদের প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা আবারও উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে মারার জন্য তেড়ে আসে। একপর্যায়ে কুড়াল দিয়ে কোপ দেওয়ার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে কলেজছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বখাটেদের আটকে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে চলে যায়। পুলিশকে জানানোর কারণে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দুপুরের দিকে সংঘবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে ওই ছাত্রীর বাবাকে মারপিট করে এবং পরবর্তীতে পুলিশকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় বিকালে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন করে হুমকির অভিযোগ দিয়েছিল কোনো ইভ টিজিং বা যৌন হয়রানির বিষয় নয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ডেকে আর কোনো হুমকি বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সে জন্য নির্দেশনা দিয়ে এসেছে। পরে শুনেছি ওই ছাত্রীর বাবাকে মারপিট করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর