শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গণপিটুনি থেকে রক্ষা পেতে ৯৯৯-এ ফোন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চোর রাতের বেলা দোকানে ঢুকে চুরি করছিল। কিন্তু মূল্যবান মালামাল বাছাই করে ব্যাগে ভরতে ভরতে ভোর হয়ে যায়। তখন রাস্তাঘাটে লোকজন চলতে থাকে। এ অবস্থায় দোকানের ভিতরে আটকে থাকা চোর বিপাকে পড়ে যায়। ব্যাগভর্তি মালামাল নিয়ে বের হতে গেলে ধরা পড়ে যেতে হবে এবং গণপিটুনিতে মৃত্যুও হতে পারে। তখন বাধ্য হয়ে নিরাপদ প্রস্থানের জন্য চোর মো. ইয়াছিন খাঁ (৪১) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চায়। আর পুলিশ এসে দোকান থেকে মালামালসহ তাকে গ্রেফতার করে। কিন্তু ইয়াছিন খাঁর তাতে দুঃখ হয়নি। কারণ তাকে গণপিটুনিতে মরতে হয়নি। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের ঝন্টু হাওলাদারের মুদি দোকানে। পুলিশ ইয়াছিন খাঁকে গ্রেফতার করে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

 

সর্বশেষ খবর