বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা সুধীজন ও বিবেকবান মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, কিন্তু এ ধ্বংসযজ্ঞের কারণে আমরা যতটুকু এগিয়েছি তার চেয়ে বেশি পিছিয়ে পড়েছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, এ ধ্বংসযজ্ঞ ও তান্ডবলীলা কারা চালিয়েছে তাদের খুঁজে বের করার পাশাপাশি কেন এ ধ্বংসযজ্ঞ চালানো হলো সেই কারণটিও খুঁজে বের করতে হবে। হামলার মূল কারণ ও হামলাকারীদের জনসম্মুখে আনার পাশাপাশি আমাদের দুর্বলতাগুলোও তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে একটি শক্তিশালী ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্ত কমিটিকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, সরকার, বিরোধী দল, ছাত্রসমাজ ও জনগণকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি তাদের মতামত নিতে হবে। আর এ কাজে জনসাধারণের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। এটি সরকারের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ।