গোপালগঞ্জের কুমার নদে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। কুমার নদের বাহার গ্রাম থেকে শিবগঞ্জী পর্যন্ত ২ কিমি এলাকাজুড়ে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহার গ্রামের আসমত স্পোর্টিং ক্লাব গত শনিবার বিকালে এ নৌকাবাইচের আয়োজন করে। গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রামের প্রতিযোগীরা ১৫টি নৌকা নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। নানা বর্ণে ও বাহারি সাজে সজ্জিত এসব নৌকার মধ্যে ছিল সরেঙ্গা নৌকা, ছিপ নৌকা, কোষা নৌকা, চিলাকাটা নৌকা ও জয়নগর বাচারি নৌকা। বিভিন্ন বয়সের হাজারো মানুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, আবার অনেকে নৌকা ও ট্রলারে চড়ে নৌকাবাইচ উপভোগ করেন। প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার বাগাদিয়া গ্রামের দিলীপের নৌকা প্রথম, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামেরচর গ্রামের রেজাউলের নৌকা দ্বিতীয় ও ভাঙ্গা উপজেলার মানিকদি গ্রামের সামাদের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসমত স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বাটিকামারী ইউপি চেয়ারম্যান এবাদত হোসেন মাতুব্বরসহ গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব নৌকাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় স্পন্সর করে মমতাজ হারবাল কোম্পানি। তারা সব প্রতিযোগীর জন্য টি-শার্ট সরবরাহ করে ও কিছু পুরস্কারের ব্যবস্থা করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া মাল্লা আলামিন শেখ বলেন, বাইচের নৌকার মাল্লা হয়ে তালে তালে বৈঠা মেরে নিজে আনন্দ পাই। নদীর দুই কূলে দাঁড়িয়ে থাকা মানুষকে আনন্দ দিই। তাদের উৎসাহে নৌকাকে দ্রুত সামনের দিকে নিয়ে যাই। এটিই আমাদের পরম পাওয়া। নৌকাবাইচ উপলক্ষে কুমার নদের দুই কূলজুড়ে বসে মুড়ি-মুড়কি, মিষ্টি, কসমেটিকস, কুটির শিল্প ও খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্রের নানান দোকান। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মুকসুদপুর, ফরিদপুর জেলার নগরকান্দা, আলফাডাঙ্গা, সালথা ও ভাঙ্গা উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ নৌকাবাইচ দেখতে সমবেত হন।
শিরোনাম
- টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গুগল আনছে আবহাওয়ার নতুন পূর্বাভাস মডেল
- বাংলাদেশিদের পূর্ব তিমুরে বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোসের
- ভালুকায় দুর্ধর্ষ ডাকাতিকালে মালামাল লুটের অভিযোগ
- ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- বিজয় র্যালি বের করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- বিজয় দিবসে শিশু পার্কগুলো বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ
- ‘শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির বিকৃত পরিসংখ্যান উপস্থাপিত হয়েছে’
- আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে: খাদ্য উপদেষ্টা
- জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি
- আ.লীগ নেতা আশুতোষ চাকমা তিন দিনের রিমান্ডে
- ভারতীয় টিভি চ্যানেল বন্ধের রিটের শুনানি জানুয়ারিতে : হাইকোর্ট
- কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
- দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ
- পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা রয়েছে
- শাবিপ্রবিতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার
- সেন্টমার্টিনে যাতায়াত-অবস্থানে বিধিনিষেধ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত নয়
- গাইবান্ধায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি
- ফুলছড়িতে যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মানববন্ধন
- ফ্রান্সে অভিবাসী শিবিরে বন্দুক হামলায় নিহত ৫