টেলিকম খাতের অন্যতম কোম্পানি হুয়াইতে বাংলাদেশি কর্মী ছাটাই অব্যাহত রয়েছে। তাদের পরিবর্তে চিন, কোরিয়া, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। 'বিদেশি কর্মী নিয়োগ দিলে কোম্পানির সম্মান বাড়বে' এমন ধারণা থেকে এ কাজ করা হচ্ছে বলে ধারণা করছেন চাকরিচ্যুত বাংলাদেশিরা।
সূত্রমতে, এক যুগের বেশি সময় কাজ করার পরও সম্প্রতি কোন কারণ ছাড়াই কোম্পানিটিতে ছাঁটাই করা হয় অর্ধশতাধিক বাংলাদেশিকে। গতকাল ও আজ মঙ্গলবারও বেশ কয়েকজন বাংলাদেশি কর্মীকে ছাটাই করা হয়। এ নিয়ে চলতি সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তবে বাংলাদেশি কর্মী ছাটাই অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে হুয়াই কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা তৌহিদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
জানা গেছে, চাকরিচ্যুত বাংলাদেশিদের যৌক্তিক কোনো কারণও দর্শাচ্ছেন না নিয়োগ কর্তারা। হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়ছেন আন্তর্জাতিক মানের এসব দক্ষ বাংলাদেশি কর্মী। কোন কারণ ছাড়াই নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা হচ্ছে এসব কর্মীদের। সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে অন্য দেশের কর্মীদের। এক্ষেত্রে যথাযথ অনুমোদন ছাড়া ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেও চাকরিতে যোগ দিচ্ছেন বিদেশিরা। আগে বিশেষজ্ঞ বা কারিগরি কাজে বিদেশিদের চুক্তিভিত্তিক নিয়োগের একটা প্রথা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেলেও এখন নিছক প্রশাসনিক দায়িত্বেও বিদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
জানা গেছে, হুয়াই কোম্পানি থেকে ক্রমান্বয়ে সকল বাংলাদেশিকে চাকরিচ্যুত করার একটা ষড়যন্ত্র চলছে। অনেকেই বিদেশি কর্মকর্তা নিয়োগ করলে নিজের কোম্পানির সম্মান বাড়ছে বলে মনে করছেন। তাই বাংলাদেশি কর্মীদের ছাটাই করে বিদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
চাকরি হারানো কর্মীরা অভিযোগ করেন, চাকরির শর্ত ভঙ্গ করে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। এক্ষেত্রে কোন ভুল-ভ্রান্তি হলে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নিয়ম আছে তাও দেওয়া হচ্ছে না। বাংলাদেশে এসে তারা ব্যবসা করছে, অথচ এ দেশের মানুষকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ