ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। তারা জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
প্যান-আরব মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে, রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরে ডেড সি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
তাৎক্ষণিকভাবে কোনও আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী পরে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দাবি করেছে যে তাদের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি ভূপাতিত করার জন্য কাজ করছে।
আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তারা ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছেন।
তিনি আরও বলেন, এই হামলা লাখ লাখ বসতি স্থাপনকারীকে আশ্রয়কেন্দ্রে বাধ্য করে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল