প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়ার ২’। হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের এই অ্যাকশনধর্মী সিনেমাটি ৭,৫০০ স্ক্রিনে মুক্তি পাচ্ছে। যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমা হতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, ‘ওয়ার ২’ শুধু আকারে নয়, আলোচনার দিক থেকেও আগের কিস্তিকে ছাড়িয়ে গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ বক্স অফিসে আয় করেছিল প্রায় ৪৭৫ কোটি রুপি। এবার সেই সাফল্যকে ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা নির্মাতাদের।
সিনেমাটির পরিচালক অয়ন মুখার্জি বলেন, ''প্রথম কিস্তির সাফল্য আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। ‘ওয়ার ২’ বক্স অফিসে আরও বড় কিছু করে দেখাবে বলে আমরা আশাবাদী।''
‘ওয়ার ২’ হচ্ছে যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সংযোজন। এতে প্রথমবার বলিউডে পা রাখছেন জুনিয়র এনটিআর।
সিনেমার ট্রেলারে হৃতিকের মারকাটারি অ্যাকশন, জুনিয়র এনটিআরের শক্তিশালী উপস্থিতি ও কিয়ারার আবেদনময় লুক দর্শকদের হৃদয় জয় করেছে। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে নির্মিত এই ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা