বগুড়ার শাজাহানপুরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ও শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও. আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম তাকী, তালিবুল হাবিব, রাকিবুল ইসলাম রবিন, লুৎফর রহমান, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পূর্ব শাখার সভাপতি শাকিরুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ