অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাঁচা-মরার ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস একাডেমি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি নুরুল হাসান সোহানদের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচ এটি। এখন পর্যন্ত চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচসহ পরের ম্যাচ অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষেও জয় পেতে হবে সোহানদের।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, লিগ পর্বে ৬টি করে ম্যাচ খেলছে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। প্রথম সেমিতে মুখোমুখি হবে ১ ও ৪ নম্বর দল এবং দ্বিতীয় সেমিতে ২ ও ৩ নম্বর দল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট।
উল্লেখ্য, ২০২৪ সালের আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, ৩২ রানে হেরে গিয়েছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে।
বিডি প্রতিদিন/মুসা