রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাটের ময়লার ডিপো থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। শুধু তাই নয়, জানা গেছে নিহত সাব্বির খুন হয়েছেন তারই ঘনিষ্ঠ বন্ধু রাব্বির হাতে। প্রেমে ব্যর্থ হয়ে বন্ধু সাব্বিরকে নৃশংসভাবে খুন করার বিয়ষটি স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন রাব্বি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রেমে ব্যর্থ হওয়ার আঘাত থেকে রাব্বি পরিকল্পনা করে সাব্বিরকে হত্যার। গত শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে সাব্বিরকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সে। এরপর ডিপোর পাশেই লাশ লুকিয়ে রাখে। কয়েক দিন পর লাশ থেকে ছড়ানো দুর্গন্ধ টের পান স্থানীয়রা। জানা গেছে, প্রায় একযুগ ধরে ব্যাটারি ঘাট এলাকায় ময়লা সংগ্রহ করত সাব্বির ও রাব্বি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে তারা কাজ করত ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে। দিনের পর দিন একই ডিপোতে কাজ করা, খাওয়া-দাওয়া আর থাকার কারণে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। ডিপোর পাশেই ভাঙারি ব্যবসা করেন স্থানীয় শহিদ। তার মেয়ে আসমার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠে দুই বন্ধু। বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে ভালোবাসার লড়াই শুরু হয় আসমাকে ঘিরে। রাব্বি প্রথমে আসমাকে প্রেমের প্রস্তাব দেয়। সাড়া না পেয়ে পরে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু আসমা রাজি হননি। উল্টো তিনি সাব্বিরকে প্রেমের প্রস্তাব দেন। সাব্বির রাজি হয়ে গেলে তারা সম্পর্কে জড়িয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে রাব্বি। আসমাকে না পাওয়ার ক্ষোভে সে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হতে থাকে। একপর্যায়ে সাব্বিরের সঙ্গে তার হাতাহাতিও হয়। এ ঘটনায় আসমা সম্পর্ক ভেঙে দেন এবং দুজনকেই দূরে থাকতে বলেন। তবুও মন থেকে ক্ষোভ ঝেড়ে ফেলতে পারেনি রাব্বি।
যেভাবে ধরা পড়ল খুনি : গত মঙ্গলবার ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের ডিপো থেকে লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় লাশ চিনতে কষ্ট হচ্ছিল সবার। এমনকি সাব্বিরের মা-ও প্রথমে লাশ চিনতে পারেননি। কিন্তু হঠাৎ করে পাশে দাঁড়িয়ে থাকা রাব্বি বলে ওঠে ‘ওই যে আমার বন্ধু সাব্বির।’ তার এ অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলামের। কৌশলে রাব্বিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হত্যার দায় স্বীকার করে সে। আমিরুল ইসলাম জানান, নারীঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। রাব্বি প্রথমেই স্বীকার করেছে, প্রেমে ব্যর্থতার ক্ষোভেই বন্ধু সাব্বিরকে হত্যা করেছে।