সিচুয়েশন কমেডি ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর জন্য যে মাদক দায়ী, তা বিক্রির দায় স্বীকার করতে সম্মত হয়েছেন ‘ক্যাটামিন কুইন’ নামে পরিচিতি পাওয়া জাসভিন সাংহা।
৪২ বছর বয়সী জাসভিন সাংহা লস অ্যাঞ্জেলেসের আদালতে পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করে নিচ্ছেন, যার একটি হল অতিরিক্ত পরিমাণ ক্যাটামিন মাদক বিক্রি, যা শেষ পর্যন্ত পেরির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
ব্রিটিশ-আমেরিকান সাংহার বিরুদ্ধে মোটাদাগে নয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। সরকারি কৌঁসুলিরা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িকে ‘মাদক বিক্রির সাম্রাজ্য’ বলে বর্ণনা করেন। সেখানে এক অভিযানে বিপুল পরিমাণ ক্যাটামিন পাওয়া যায়।
২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে ম্যাথিউ পেরির বাড়ির পেছনে উঠানের জাকুজিতে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, অতিরিক্ত মাত্রার ক্যাটামিন তার মৃত্যুর কারণ। সাংহা, চিকিৎসক ও পেরির সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিনেতার আসক্তিকে কাজে লাগিয়ে ক্যাটামিন সরবরাহ করে মুনাফা করেছেন এবং পরিণামে তার মৃত্যু ঘটিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন ক্যাটামিন বিক্রেতা ডা. সালভাদর প্লাসেনসিয়া ও ডা. মার্ক চাভেজ; পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা, যিনি ক্যাটামিন কিনতে ও গ্রহণ করতে সহায়তা করতেন এবং এরিক ফ্লেমিং, যিনি সাংহার কাছ থেকে ক্যাটামিন নিয়ে পেরির কাছে বেচতেন।
পাঁচজনই মামলায় আনা অভিযোগের দায় স্বীকার করতে রাজি হয়েছেন। সাংহার বিচার ইতোমধ্যে কয়েকবার পিছিয়েছে। আগামী মাসে বিচার শুরুর নতুন তারিখ পড়েছে। ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে তিনি শিগগিরই আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে ধারণা করা হচ্ছে।
মাদক সাম্রাজ্য পরিচালনা, ক্যাটামিন বিক্রির তিনটি ঘটনা এবং তার একটিতে মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগের দায় নেবেন সাংহা। আইন অনুযায়ী, তার সর্বোচ্চ ৬৫ বছরের সাজা হতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ