শিক্ষিত তরুণ-তরুণীদের ব্যবসায়িক দক্ষতা ও আত্মনির্ভরশীল করে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু। সভাপতিত্ব করেন বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ক ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম।
কোর্সে অংশ নেন ২৫ জন প্রশিক্ষণার্থী, যাদের বিজনেস প্ল্যান প্রণয়নসহ বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দেশে শিক্ষিত যুবক ও যুব মহিলার সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু তারা অনেক সময় কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এমন একটি সুযোগ তৈরি করে, যা তাদের নতুন শিল্প ও ব্যবসা শুরু করতে আত্মবিশ্বাস যোগায়।”
বিশেষ অতিথি কালাম আজাদ বলেন, “শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রতি মনোযোগী হতে হবে।”
রাহাত রিটু বলেন, “এই ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে এবং একইসঙ্গে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করবে।”
সভাপতির বক্তব্যে একেএম মাহফুজুর রহমান বলেন, “বিসিক দীর্ঘদিন ধরেই উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র শিল্প খাতের উন্নয়নে কাজ করছে। উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে বিসিক সবসময় পাশে থাকবে।”
এ ছাড়া আবু হাশেম বলেন, “উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমেই ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা বাড়ানো যায়।” সমন্বয়ক মোছাঃ মমতাজ বেগম জানান, ৫ দিনব্যাপি কোর্সে অংশগ্রহণকারীরা প্রাথমিক ব্যবসা পরিকল্পনা থেকে শুরু করে অর্থায়ন, বিপণন কৌশল এবং বাজার সম্প্রসারণের নানা দিক শিখেছেন।
প্রশিক্ষণার্থীরা সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের ব্যবসা শুরু করতে সাহস জোগাবে।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা একসঙ্গে মত দেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের তরুণ সমাজকে দক্ষ উদ্যোক্তায় রূপান্তরিত করবে, যা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আশিক