দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে গিয়ে জনক রাম রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি রবিবার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামে ঘটেছে। নিহত জনক রাম রায় (২) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামের লিটু রাম রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে বাড়িতে খেলা করছিল শিশু জনক। খেলার কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশু জনক বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন জনককে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই শিশু জনকের মৃত্যু হয়।
ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সর্তকতা অবলম্বন করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম